শাহেদ মিজান, সিবিএন:
এসএসসি পরীক্ষায় বরবারের মতো এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। রোববার ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১২৬জন।  মোট ২৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ২৩০। পাশের হার ৯৭.০৫%।

শীর্ষ অবস্থান ধরে রাখতে পারায় ফলপ্রার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অত্যন্ত আনন্দিত। ফল ঘোষণার ফলপ্রার্থীরা বিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হয়ে উল্লাস প্রকাশ করেছে। তাদের সাথে শিক্ষকেরাও উল্লাসে মেতে উঠেন।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক রামমোহন সেন জানান, বরাবরের মতো জেলার শীর্ষ স্থান ধরে রাখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ছাত্রদের অত্যন্ত আন্তরিকতা, যত্ন ও নিষ্ঠার সাথে পাঠদান করেছি। এই কষ্টের ফল আমরা পেয়েছি। তাই ফলপ্রার্থীদের নিয়ে আমরা আনন্দ উদযাপন করছি।

অন্যদিকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১০৯জন ,২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে  পাশ করেছে ২৩৮ জন  । পাশের হার ৯৭.৯৭% ।