মেঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এস.ই.এস.ডিপি মডেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সহিত্য ও সাংষ্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ৩ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে শুরুতে প্রবিত্র কোরআন তেলোয়াত করেন ছাত্র মোঃ আবদুল কায়ূম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস.এম. সরওয়ার কামাল বলেন শিক্ষার গুনগত মান উন্নয়ন করতে হলে আরো প্রচুর লেখা পাড়া করতে হবে এর বিকল্প নেই। তিনি শিক্ষক-শিক্ষর্থীদের দাবীর প্রেক্ষিতে স্কুলে পানির সমস্যা সমাধান ও স্কুলের মন উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আস্বাশ দেন। এতে
বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য মওলানা শমশুল আলম,মির আহাম্মদ,ছৈয়দ আমিন,আমির আলী। সহকারী শিক্ষক জালাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল মুনেম,বক্তব্য রাখেন শিক্ষক নুর মোহাম্মদ,ফোচা অং চাক,উপস্থি ছিলেন শিক্ষিকা নাছিমা আক্তার, উথোয়াই চিং চাক,কলিম উল্লাহ ও স্থানীয় গন্যমন্য ব্যক্তি গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তোলে দেন।