cbn  

নিজস্ব প্রতিবেদক :

শহরে ভিসা জালিয়াতি মামলায় মকতুল হোসেন (৪১) নামে এক প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ মে) সকাল ১০টায় বাহারছড়া তার অস্থায়ী বাসা থেকে সদর থানার এসআই শেখ মো: সাইফুল আজমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক মকতুল হোসেন সদর উপজেলার চৌফলদন্ডী পশ্চিম পাড়ার মৃত ইউছুফ আলীর পুত্র।

সদর থানা সুত্রে জানা যায়, আটক মকতুল হোসেন ভিসা দেয়ার নামে বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে। সর্বশেষ গতবছরের ৯আগষ্ট উখিয়ার বালুখালীর আজিজুল হকের পুত্র রবিউল হোসেনকে কাতার এর ভিসা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা নেয়। চলতি বছরের ১৮ এপ্রিল রবিউলকে কাতারের একটি ভূয়া ভিসা দেয় মকতুল। পরে বিষয়টি জানতে পেরে অসহায় রবিউল মকতুল হোসেনকে একাধিকবার অবহিত করার পরও কোন সুরাহা না পেয়ে ২৯ এপ্রিল সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-জিআর-৯২/৩১৩। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •