যুবলীগের নবনির্বাচিত সভাপতি সম্পাদকের গণসংবর্ধনা অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই উন্নয়নের ছোঁয়া নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশে^র দরবারে আজ বাংলাদেশ খুবই পরিচিত দেশ। শেখ হাসিনার মাধ্যমে আমরা তা অর্জন করেছি। প্রধানমন্ত্রী অনেক কিছু দিয়েছেন কক্সবাজারে। বর্তমানে ৪৯ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে জেলায়। তৎমধ্যে ১৫টি প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পের কাজ। বর্তমান সরকারের এসব উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে দেশের স্বার্থে মানুষের স্বার্থে। আমাদের সবাইকে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

সোমবার বিকালে কক্সবাজার শহরের বৃহত্তম নুনিয়াছড়া বিমানবন্দর সড়কস্থ এয়ারপোর্ট পাবলিক হাইস্কুল মাঠে ২নং ওয়ার্ড আওয়ামীসহ সকল সহযোগি সংগঠনের উদ্দ্যোগে ‘জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগের বিষয়ে মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন -যুবলীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বে আগামি নির্বাচনের প্রস্তুুতি গ্রহণ করতে হবে। জাতির জনকের আর্দশে লালিত সংগঠন আওয়ামীযুবলীগ। মুক্তিযোদ্ধের আর্দশে একটি মননশীল যুবগুষ্টি গঠনের লক্ষ্যে জাতির পিতার নির্দেশে শহীদ শেখ ফজলুল মনি ১৯৭২ সালের ১১ নভেম্বর এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি একটি মুক্ত উদার যুব মানস গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুবলীগ যুবকদের সংগঠন। যুবরাই হচ্ছে আগামী নির্বাচনের ভ্যানগার্ড।

পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাহাত উদ্দিন বাপ্পীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা যুব মহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, স্বেচ্ছাসেবকলীগ নেতা এড. একরামুল হুদা, আব্দু রহমান, জয়নাল আবেদিন, হাজী জসিম উদ্দিন ছিদ্দিকী, আ.লীগ নেতা জানে আলম পুতু, আব্দুল আল মাসুদ আজাদ, আজিমুল হক আজিম, শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান, যুব নেতা আনোয়ারুল করিম, আসাদ উল্লাহ, শাহেদ ইমরাম, আনছারুল করিম, জেলা ছাত্রলীগ নেতা ঈসমাইল সাজ্জাদ, মঈন উদ্দীন, মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা শাহেদুল আলম রানা, মুজিবুল হক মুজিব, এসএম হেলাল উদ্দিন, আবুল কালাম, মো. শাকিল. হাসান তারেক, নুরুল আমিন ও ইরফানুল হক হিমু।

এসময় উপস্থিত ছিলেন- পৌর আ.লীগের সহ-সভাপতি হাজি এনামুল হক, এবি ছিদ্দিক খোকন, উচমান গণি টুলু, যুবলীগ নেতা ইমাম হোসেন, কুতুব উদ্দিন, ইমরুল কায়েস, আরফাতুর রহমান, দিদারুল আলম, নবী হোসেন, মোশারফ হোসেন, শমশের আলম জনি, নাজিম উদ্দিন ও যুব মহিলালীগ নেত্রী আফসানা জেসমিন পপিসহ অনেকেই।