মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় আগুনে পুড়ে ২টি মুরগির খামার ছাই হয়ে গেছে। সোমবার বিকালে উপজেলার সরই ইউনিয়নের হিমছড়ি এলাকার কামাল হোসেনের খামারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিকের দাবী। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, সরই ইউনিয়নের হিমছড়ি গ্রামের বাসিন্দা আবদুস সত্তারের ছেলে মো. কামাল হোসেনের মুরগির খামারে সোমবার বিকাল ৩টার দিকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখির বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। ততক্ষনে দুইটি মুরগির খামারের ৩ হাজার পোল্ট্রি মুরগি, মুরগির খাবারসহ অন্যান্য জিনিসপত্র পুঁড়ে যায়। এতে ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

ক্ষতিগ্রস্ত খামার মালিক কামাল হোসেন বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুরগি ও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

দুটি মুরগির খামারে আগুন লেগে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ উল আলম বলেন, ক্ষতিগ্রস্তকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।