প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে গবেষণা বিষয়ক এক কর্মশালা।শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরণ্য শিক্ষাবিদ ও গবেষক ঢাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের অধ্যাপক ও ঐ বিশ্ববিদ্যালয়ের “ সেন্টার ফর রিসার্চ এন্ড ট্রেনিং” এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শাহারিয়ার হক। সেমিনারে তিনি উচ্চ শিক্ষায় গবেষণা ও প্রকাশনার উপর বিশেষ গুরুত্ব আরোপের পাশাপাশি কিভাবে মান সম্মত আর্টিকেল প্রকাশ করা যায় এবং তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তার উপর আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ্রগ্রহণ করেন।।।