ডেস্ক নিউজ:
চুয়াডাঙ্গার জীবননগর প্রতাপপুর গ্রামে নেশার টাকা না দেয়ায় পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলার অভিযোগে আব্দুল খালেক (৪০) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে এ ঘটনা ঘটলেও জনরোষ থামাতে বিকেলে এ ঘটনায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতাপপুর গ্রামের খোরশেদ আলী মাঝির ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল খালেক রোববার সকালে নেশার টাকার জন্য স্ত্রী রেহেনার সঙ্গে ঝগড়া করে। স্ত্রী রেহেনা নেশার টাকা না দেয়ায় নিজঘরে থাকা পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আব্দুল খালেকের বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। এক পর্যায়ে ঘটনাটি শুনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ঘটনাস্থলে যান। জনরোষ থামাতে তিনি দণ্ডবিধি ২৯৫ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অপরাধে আব্দুল খালেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।