পোড়া চোখ

প্রকাশ: ২৮ এপ্রিল, ২০১৮ ০৯:৫৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সাইয়্যিদ মঞ্জু

(ভয়াল ঘূর্ণিঝড় উনত্রিশে এপ্রিল স্মরণে)

কাকরাঙা এলোকেশে নিত্য উড়ে বকের পালক

বেনারসির কান্নায় মুখর পুরনো সিন্ধুকের তলদেশ

গুমোট পাগলা হাওয়ায় মাতাল সমুদ্দুর

উতাল পাতাল ঢেউ-

ছুঁয়ে যায় বকরাঙা শাড়ির আচঁল।

ক্লান্ত বুকের পাঁজরে ভরকরে মৈনাক চুড়া

স্বপ্নহীন চোখে একরক্তি সুখ প্রত্যাশায়

জীবনের জলসা ঘর

দুঃখ সেলাই করে উপকূলের নারী।

সময় বহমান কালের ¯্রােতে আপন ধারায়

দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যুগ

মনের যত ক্ষত, অক্ষত রয়ে যায়

মনের গভীরে যেনো তার অনন্ত বাস।

শুকনো পোড়া চোখে নোনাজলের জোয়ার

বছর ঘুরে ফিরে আসে বার বার।