বার্তা পরিবেশকঃ

এদেশে বৌদ্ধরা ধর্মীয় বিবেচনায় ধর্মীয় সংখ্যালঘু। কিন্তু সুরক্ষিত থাকার ক্ষেত্রে এটা বড় সমস্যা নয়। এর চেয়েও বড় সমস্যা হল আমাদের সামাজিক অনৈক্য। এটা আমাদের ব্যক্তি এবং সামাজিক জীবনকে যথেষ্ট ক্ষতি করে চলেছে। টেকসই সামাজিক ঐক্য গড়ে তুলতে না পারলে আপনার নাগরিক অধিকার, সামাজিক সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা, সম্পদ, সমাজ এবং সম্প্রদায় কিছুই সুরক্ষিত থাকবেনা। তাই সুরক্ষিত থাকার ক্ষেত্রে প্রশ্নটা সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর নয়, প্রশ্নটা সামাজিক ঐক্যের।

মহেশখালী বৌদ্ধ সুরক্ষা পরিষদের সম্মেলনে এসব কথা বলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের প্রতিষ্টাতা ও সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।

২৭ এপিল, শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ মহেশখালী উপজেলা শাখা গঠন কল্পে মহেশখালী উত্তর নলবিলা বড়–য়া পাড়ায় আয়োজিত উক্ত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অমরবিন্দু বড়–য়া অমল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শুভংকর বড়–য়া, সমাজ কল্যাণ সম্পাদক কেতন বড়–য়া, উখিয়া বিষয়ক সহ-সভাপতি অধ্যাপক রনজিত বড়–য়া, পেকুয়া বিষয়ক সহ-সভাপতি আলহারি রাখাইন, রামু বিষয়ক যুগ্ন-সাধারণ সম্পাদক মৃণাল বড়–য়া, চকরিয়া বিষয়ক যুগ্ন-সাধারণ সম্পাদক রাহুল বড়–য়া, উখিয়া বিষয়ক যুগ্ন-সাধারণ সম্পাদক রূপন বড়–য়া, রামু বিষয়ক সাংগঠনিক সম্পাদক বিপক বড়–য়া বিটু, সদর বিষয়ক সাংগঠনিক সম্পাদক রাজু বড়–য়া, চকরিয়া বিষয়ক সাংগঠনিক সম্পাদক পটল বড়–য়া, চকরিয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক প্রিয়দা বড়–য়া, সাধারণ সম্পাদক শিক্ষক সুজিত বড়–য়া, পেকুয়া উপজেলা শাখার সভাপতি মংসাইরি রাখাইন, সাধারণ সম্পাদক অং থেচিং রাখাইন, ‘রামু উপজেলা শাখা’ গঠনে সম্মেলন আহবায়ক পরিষদের সমন্বয়কারী, রিটন বড়–য়া এমইউপি, সদস্য সচিব বিপুল বড়–য়া, সদস্য মিন্টু বড়–য়া, পূর্ণধন বড়–য়া প্রমূখ।

সম্মেলন আয়োজকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ জিনরতন বড়–য়া, ডাঃ রায়ধন বড়–য়া, এডভোকেট আশীষ বড়–য়া, শিক্ষক জুবল বড়–য়া, রতন বড়–য়া, প্রমূখ। সম্মেলনে সার্বিক সহযোগীতা করেন স্থানীয় ফানুস উত্তোলন কমিঠি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জয়সেন বড়–য়া। উপস্থাপনায় ছিলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের শিক্ষা সম্পাদক শিক্ষক মিলন বড়–য়া।