চ্যানেল আই : অস্ট্রেলিয়ার সিডনিতে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় সিডনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার গ্রহণ করেন।

এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী প্রায় ১০ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। অস্ট্রেলিয়া এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

জুলি বিশপ শেখ হাসিনাকে নারী মুক্তি এবং নারীর ক্ষমতায়নে বিশ্ব নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং সাহসী নেতা হিসেবে আখ্যায়িত করেন।

দেশের রাজনীতিতে এবং জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং সেই সাথে প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী এসময় তার বিভিন্ন সরকারের পদক্ষেপ তুলে ধরেন।