সংবাদ বিজ্ঞপ্তি :

উখিয়া প্রেসক্লাবের নির্বাচনের উপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের যুক্তিতর্ক-শুনানি শেষে কক্সবাজারস্থ উখিয়া সিনিয়র সহকারী জজ খাইরুননেছা এ আদেশ দেন।

জজের পক্ষে আদালতের সেরেস্তাদার কলিম উল্লাহ জানান, গত ১৬ এপ্রিল আভাষ শর্মা বিশুর দায়ের করা অপর ৩৭/১৮ মামলায় ১৮ এপ্রিলের প্রেসক্লাব নির্বাচন আয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। যেখানে নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী, নুরুল হক খান, মুহাম্মদ নুরুল হক, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সুমনকে বিবাদী করা হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল প্রতিষ্ঠানের পক্ষে উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সুমনের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ২৪ এপ্রিল বিকেলে বিজ্ঞ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি হয়। এতে বিজ্ঞ আদালত সঠিক তথ্য প্রমানের ভিত্তিতে প্রকৃত বিষয়টি সদয় আমলে নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজ করে দেন। এ আদেশের ফলে উখিয়া প্রেসক্লাবের বহুল কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠানের চলমান কার্যক্রমে আর কোন বাধা রইলোনা। মামলায় বাদী পক্ষে এডভোকেট আ.জ.ম মাঈন উদ্দিন ও বিবাদী পক্ষে সাবেক স্পেশাল পিপি এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী যুক্ততর্ক শুনানিতে অংশ নেন।