আবদুর রাজ্জাক,কক্সবাজার :
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্হানে পৃথক অভিযান চালিয়ে ২ টি এলজি বন্দুক,১ টি দা ও ৫ টি ছোরাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে।কক্সবাজার সদর থানাধীন জাম্বুর মোড়ের দক্ষিন পশ্চিম কর্ণারে পাকা রাস্তার উপর একদল ডাকাত সড়ক ডাকাতির প্রস্তুতি নেওয়ার গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার(২৪ এপ্রিল) রাত হতে বুধবার(২৫ এপ্রিল) সকাল পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃত্বে পুলিশের পৃথক দল উক্তস্হানসহ শহরের বিভিন্ন স্হানে বিশেষ অভিযান চালিয়ে ২টি এলজি বন্দুক,১টি দা ও ৫টি ছোরা ১৭ জনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন,সোহেল আরমান বাবু(২৭), পিতা- মোঃ ইউনুছ, সাং- ঝালবিচি পাড়া(মালভিটা), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার,নুরুল বশর (২৫), পিতা- মৃত মাহবুবুল আলম,সাং- মধ্যম কুতুব দিয়া পাড়া, ২নং ওয়ার্ড,থানা ও জেলা- কক্সবাজার,মোঃ নবী হোসেন (২২), পিতা- মোঃ ইউসুফ(মাছ ব্যবসায়ী ইউসুফ), সাং- দঃ ঘোনার পাড়া, ৯নং ওয়ার্ড,নুরুল ইসলাম নয়ন(২১), পিতা- আক্তার আহম্মদ, সাং- উত্তর পাতলী (মকবুল আহম্মদ সওদাগরের বাড়ী), পিএমখালী, বর্তমানে- মহাজের পাড়া, ৯নং ওয়ার্ড, সর্ব থানা ও জেলা- কক্সবাজার,মোঃ ইব্রাহীম (২০), পিতা- আবু তাহের, মাতা- মমতাজ,সাং- ধলঘাটা (সুতরিয়া পাড়া),থানা – মহেশখালী, জেলা- কক্সবাজার, বর্তমানে- সমিতিপাড়া(বাবুল সওদাগরের ভাড়া বাসা),১নং ওয়ার্ড, কক্সবাজার,মোঃ শফি আলম(২০),পিতা- নুর আহম্মদ, সাং- জেঠি রাস্তা, রশিদনগর (শাহ আলম চেয়ারম্যানের বাড়ীর পূর্ব পাশে), থানা- রামু, জেলা- কক্সবাজার,সুলতান আহাম্মদ (২৮), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- মাঝের ঘাট, ৪নং ওয়ার্ড,আবু আহম্মদ (৩০), পিতা- মৃত রশিদ আহম্মদ, সাং- দক্ষিন রুমালিয়ারছড়া, ৭নং ওয়ার্ড,উভয়থানা ও জেলা- কক্সবাজার,মোজাম্মেল হক,পিতা- মৃত হাজী মোঃ শফি, সাং- কাউয়ার পাড়া,খুরুশকুল,জসিম উদ্দিন, পিতা- মৃত নুরুল ইসলাম,সাং- নতুন অফিস, পূর্ব পাড়া, নাপিতখালী বটতলী,শরীফ উদ্দিন, পিতা- গোলাম নবী, সাং- পশ্চিম গোমাতলী, পোকখালী, শহিদুল্লাহ প্রঃ লাদেন, পিতা- মৃত মোক্তার আহমদ, সাং- দক্ষিন নয়াপাড়া, পিএমখালী,মোঃ আমিন (৩৮), পিতা- মৃত রাজা মিয়া, সাং- মধ্যম বাহারছড়া,মোঃ শাহজাহান (২৫), পিতা- মোঃ কামাল উদ্দিন, সাং- লাইল্যামার পাড়া, থানা- লামা, জেলা- বান্দরবান,ইয়াছিন (১৯), পিতা- মোঃ জালাল আহম্মদ, সাং- কলাতলী,মোঃ রহিম, পিতা- মৃত হাকিম মিয়া, সাং- খুরুলিয়া দরগাহ পাড়া, সর্ব থানা ও জেলা- কক্সবাজার ও মোঃ জুবায়ের (২৫), পিতা- মোঃ রফিক, সাং- জালিয়া পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।গ্রেফতারকৃত আসামী ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার বলেন,এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।