কামাল শিশির, রামু , কক্সবাজার:

রামুর প্রাণ কেন্দ্র তথা রামু উপজেলা গেইটের সামনে খোকন টি স্টল । দীর্ঘ ৬বছর ধরে রামুর পশ্চিম মেরংলোয়া এলাকার খোকন শর্মা এ চা স্টলটি পরিচালনা করছেন। চায়ের মান ভাল হওয়াতে এলাকার এমপি সাইমুম সরওয়ার কমল থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,সুশীল সমাজ,সাংবাদিক মহলসহ সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বক্ষণিক খোকনের চায়ের চুমোকে মেতে উঠে।জানা যায় , আগের একজন উপজেলা নির্বাহী অফিসার চা স্টলটি নির্মাণে সহায়তা করেন। খোকন শর্মা জানান, দৈনিক হাজার খানেক টাকার রং চা ও বেলা বিস্কুট বিক্রি হয় তার দোকানে।

তিনি আরো জানান,চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কুট ও মানুষের মন আকৃষ্ট করা রং চা বিক্রি করে যে টাকা গুলো আয় হচ্ছে তা দিয়ে সংসার বেশ ভালই চলছে পরিবার পরিজন নিয়ে। তাহার দুই সন্তান রয়েছে। সরেজমিনে দেখা যায়, মনোরম পরিবেশে প্রকৃতি পাগল খোকন শর্মা খুবই সযত্নে, সমাদরে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি এ সেবা দিয়ে যাচ্ছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।