এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বদরখালী এম এস ফাজিল (ডিগ্রী) মাদরাসার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৮ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মাদরাসার ক্যাম্পাসে একটানা ভোট গ্রহণ  হয়।

৪টি বুথের মধ্যে ভোটারেরা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১৩৭৩ ভোটের মধ্যে কাস্টিং ভোট ৮৫৬।

বর্তমানে ৩টি অভিভাবক প্রতিনিধি পদের বিপরীতে ভোটযুদ্ধে অংশ নেয় ৮জন প্রার্থী।

তারা হলেন- মোহাম্মদ ফরিদুল আলম (চেয়ার), আব্দুল জলিল (দেয়াল ঘড়ি), আবু নাসের (আনারস), নুরুল আবছার (হারিকেন), ডা: মোহাম্মদ লোকমান (হরিণ), নুরুল ইসলাম (কলসি), আবুল কাসেম (মোরগ) ও নুরুল মোস্তফা।

অভিভাবক প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মোহাম্মদ ফরিদুল আলম (চেয়ার প্রাপ্তভোট-৪৪৫), আব্দুল জলিল (দেয়াল ঘড়ি প্রাপ্তভোট-৩৭০), ডা: মোহাম্মদ লোকমান (হরিণ প্রাপ্ত ভোট- ৩৬৬)।

এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মৌলানা নাজেম উদ্দিন বদরী, রশিদ আহমদ এম এ ও মৌলভী মো:নুরুন্নবী।