শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদর  উপজেলার ২ নং পোকখালী ইউনিয়নের সিকদার পাড়া সড়কের একটি কালভার্ট ভেঙ্গে ও ছিদ্র হয়ে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
প্রতিনিয়ত ছোট ছোট দুর্ঘটনা ঘটেই চলছে। তবুও দেখার যেন কেউ নেই! কর্তৃপক্ষের নজদারির অভাবে  মেরামতের ব্যবস্থা হয়নি। জানা গেছে,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়,কেজি স্কুল, প্রাইমারী স্কুলের হাজার হাজার শিক্ষার্থীসহ পথচারীদের  মধ্যে আতংক বিরাজ করছে। স্কুলগুলোর মাঝামাঝি এ কালভার্টটি ভেঙ্গে এমন দশায় পরিণত হয়েছে। প্রতিদিন এই কালভার্টের উপর দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে।
রাতের অন্ধকারে অপরিচিত পথচারী ও যানবাহন আরোহীদের পড়তে হয় চরম বিপাকে। এতে দীর্ঘদিন যাবত কালভার্টটি ভেঙ্গে রড বের হয়ে থাকায় ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করতে হচ্ছে সাধারণ পথচারী ও সকল প্রকার যান বাহন।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে কালভার্টটি নির্মাণ করাই ভেঙ্গে গেছে। তাই দ্রুত এই কালভার্টটির সংস্কার করা না হলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে।