এম.জিয়াবুল হক,চকরিয়া :

নবাগত জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেছেন, জনসংখ্যা ও ভৌগলিক ভাবে জেলার মধ্যে চকরিয়া উপজেলার আয়তন অনেক বড়। এই উপজেলায় নানা ধরণের ব্যবসাসহ বিভিন্ন সেক্টরে অথনৈতিক স্বনির্ভরতার নতুন নতুন সম্ভাবনা রয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এখানে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে প্রতিটি সেক্টরকে ঢেলে সাজাতে পারলে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। চার লাখ মানুষের এই জনপদে পাশাপাশি রয়েছে নিরাপত্তা ঝুঁকিও। তাই জনগনের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলার আরো উন্নতির লক্ষ্যে আগামীতে মাতামুহুরী পুলিশ ফাঁড়িকে থানা হিসেবে রুপান্তর ও হারবাং পুলিশ ফাঁড়ি নিজস্ব জমিতে নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

জেলা প্রশাসক বলেন, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জন্মনিবন্ধন সনদ প্রদান কার্যক্রম অচিরেই শুরু করা হবে। এছাড়া নির্মিতব্য রেল লাইনের জন্য অধিগ্রহনকৃত চকরিয়া উপজেলার প্রত্যেক জায়গার মালিকরা যথাসময়ে সরকারিভাবে ধার্যকৃত ক্ষতিপুরণের টাকা পাবে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহানায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রেণী-পেশার নাগরিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মো.কামাল হোসেন বিভিন্ন জনের প্রশ্নত্তোরে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আবু মো.বশিরুল আলমের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক চকরিয়া উপজেলায় সরকারি অর্থায়নে নির্মিতব্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ বন্ধ ছিল কেন তা তদন্ত করে জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমআর মাহমুদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিমবড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু মো.বশিরুল আলম, ক্রেল প্রকল্পের উপজেলা সাইট অফিসার আবদুল কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাত, কক্সবাজার জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, সিনিয়য় মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসী আক্তার দিপ্তী, উপজেলা এলজিইডির প্রকৌশলী রনী সাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হাসান, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, সনাক চকরিয়া উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক একেএম সাহাবুদ্দিন, উপজেলা বিআরডির চেয়ারম্যান সেলিম উল্লাহ, চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শহিদ উল্লাহ চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের প্রমুখ। সভায় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, আইনজীবি, শিক্ষক, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলস্তরের নাগরিক অংশগ্রহন করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক চকরিয়া উপজেলার ভূমিহীন কৃষকদের মাঝে খাসজমির সৃজিত দলিল হস্তান্তর, কৃষি বিভাগের উদ্যোগে নানা কৃষি উপকরণ বিতরণ করেন। মতবিনিময় সভা যোগদানের পূর্বে জেলা প্রশাসক মো: কামাল হোসেন চকরিয়া থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।