প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মে দিবস পালন উলক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩এপ্রিল) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি জহিরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শ্রমজীবি মানুষের আত্মত্যাগের মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আয়োজিত উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু, শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল কবির সাকী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহামদ, নেজাম উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক এম. ওসমান গণি, সহ-ক্রীড়া সম্পাদক একরাম চৌধুরী, জেলা শ্রমিকলীগ সদস্য মো. আবদুল্লাহ, সিবিএ নেতা আবদুর রহিম, কুতুবদিয়া উপজেলা আহ্বায়ক নূরুল ইসলাম কুতুবী, চকরিয়া উপজেলা আহ্বায়ক জামাল উদ্দীন, রামু উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম কাজল, জেলা সদস্য নূরুল আবছার, চকরিয়া পৌর সভাপতি জহিরুল ইসলাম, জীপ-কার-মাইক্রো চালক শ্রমিকলীগের জামাল উদ্দীন, মহিলা সম্পাদিকা রওশন আকতার, বিএডিসি ইউনিট শ্রমিকলীগের ফরিদুল আলম, টেকনাফ উপজেলার আবদুল্লাহ আল মামুন।
সভায় সর্বসম্মতিক্রমে শ্রমজীবি মানুষের আত্মত্যাগের মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে পহেলা মে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১০ মে বিকাল ৩টায় রুমালিয়ারছড়ার পিটিস্কুল মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে র‌্যালীরোত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সব কর্মসূচীতে কক্সবাজারের সব স্তরের পেশাজীবি, শ্রমজীবি মানুষকে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
মো. নুরুল আবছারের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ সম্পাদক দুলাল কান্তি পাল, মো. ইউনুছ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোরশেদ আলম, সদস্য ফরিদুল ইসলাম, কুতুবদিয়ার উপজেলা যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম রাসেল, রামু উপজেলা যুগ্ম-আহ্বায়ক মো. শাহাব উদ্দীন, লিংকরোড সিএনজি শ্রমিক ইউনিয়নের মো. আলম, সেলুন কর্মচারী শ্রমিকলীগের আহ্বায়ক আপন শীল, সদস্য সচিব রাসেল কান্তি শীল, হকার শ্রমিকলীগের মঞ্জুর আলম, সুগন্ধা পয়েন্ট জীপ-কার-মাইক্রো চালক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল মিনহার শ্রমিক ইউনিয়নের সভাপতি ছৈয়দুল হক প্রমুখ।