নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা জজ আদালতের তৃতীয় তলায় নবনির্মিত সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
২২ এপ্রিল সকাল ১০ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। সম্প্রসারিত ভবনে কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্ত হওয়া আরো ২টি আদালতের (২ ও ৩) কার্যক্রম শীঘ্রই শুরু হবে।
উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্পেশাল জজ মীর রুহুল আমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম জেলা জজ সালমা খাতুন, ছৈয়দ ফখরুল আবেদীন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসাইন, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, খাইরুন্নেছা, মোহাম্মদ আবুল মনছুর ছিদ্দিকী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ, সহকারী জজ নুসরাত জামান ও সাজ্জাতুন্নেছা লিপি, নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পি.পি. মমতাজ আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসহাক (জিপি), জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল প্রমুখ।