নিজস্ব প্রতিবেদক:

সদর উপজেলা ভূমি অফিসে খতিয়ান জ্বালিয়াতির দায়ে এক ব্যাক্তিকে ১৯ মাসের কারাদন্ড দিয়েছে এসিল্যান্ড ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন। কারাদন্ডীতা ব্যাক্তি পিএমখালী চনখোলা এলাকার মৃত বদিউল আলমের পুত্র আমির হামজা (৬০)। ২২ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর ভূমির কার্যলয়ে আদালত এ কারাদন্ড দেন।

অভিযোগে জানা যায়, দালাল আমির হামজা দীর্ঘদিন ধরে সদর ভূমি অফিসে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। প্রতিদিনিই কোন না কোন খতিয়ানের কাজ থাকে তার হাতে। রয়েছে ভূমি অফিসের কর্মচারীদের সাথে ভাল সম্পর্ক। আর এই সম্পর্ককে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে খতিয়ান করতে আসা ব্যাক্তিরা খপ্পরে পড়ে তার। নামজারী খতিয়ান করতে কন্ডাক্ট নেন মোটা অংকের টাকা।

সহকারী কমিশনার ভূমি নাজিম উদ্দিন বলেন, ভূমি অফিসে এসে খতিয়ান জালিয়াতি করে সইমরী নকল তুলে ওই জায়গা বিক্রি করেবেন তিনি। তাই এই জালিয়াতির দায়ে আমির হামজাকে ১৯ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।