প্রেস বিজ্ঞপ্তি :

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা কোটা অবিকৃত অবস্থায় অব্যাহত রাখা ও কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে ৬ দফা দাবি বাস্তবায়নে বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানিয়ে স্মারক লিপি প্রদান করেন।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের প্রতিষ্ঠাতা কমান্ডার কক্সবাজার পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আবছার, সাবেক কমান্ডার মোহাম্মদ শাহাজাহান, জয়বাংলা বাহিনী প্রধান- কামাল হোসেন চৌধুরী, সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক কমান্ডার রনজিত শীল, সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আইয়ুব বাঙ্গালী, দপ্তর কমান্ডার সূনীল বড়–য়া, সদর উপজেলা কমান্ডার ডা: শামশুল হুদা, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম সহ রামু উপজেলা, উখিয়া উপজেলা, টেকনাফ উপজেলা, চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মহেশখালী উপজেলা ও কুতুবদিয়া উপজেলার কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ কক্সবাজার জেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম নুরুল হাকিম নুকী নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আলাদা ভাবে স্মারক লিপি প্রদান করেন জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক এম আলাউদ্দিন, অর্থ সম্পাদক হামিদ হাসান, প্রচার সম্পাদক শফিকুর রহমান, পৌর শাখার আহবায়ক সুজন তাহের চৌধুরী, সদস্য সচিব কামরুল হাসান নয়ন, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মুবিনুল হুদা সোহাইল, পৌর সদস্য আজিজুল হক হাসান, সদর উপজেলা সদস্য ছালাউদ্দিন আকবর সহ জেলা ও পৌর কমান্ডের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার আওতাধীন আট (০৮) উপজেলা শাখার উদ্যোগে নিজ নিজ উপজেলায় নিবার্হী অফিসার বরাবরে স্মারক লিপি প্রধান করেন।