মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এতে পৌরসভার নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে বলে উল্লাসিত পৌর নাগরিকবৃন্দ। বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর একান্ত চেষ্টায় পৌরসভা “ক” গ্রেডে এ উন্নতি হল বলে জানান দায়িত্বশীলরা। পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়া পৌরবাসীদের জন্য অবশ্যই আনন্দের ও গর্বের বিষয়। পৌরসভা উন্নতি হওয়ার পিছনে পৌর প্রকৌশলী,অফিস স্টাফ ও পৌরবাসীর সহযোগিতা রয়েছে। খ্রিঃ-এ প্রজ্ঞাপন জারি করে।

৩১/৫/২০১১ইং ৮১১ নং স্মারক মূলে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার এ প্রজ্ঞাপন জারি করে। চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভাকে খ শ্রেণী হতে “ক” শ্রেণীর পৌরসভা উন্নীত করল। ১৯ এপ্রিল ২০১৮ইং রাষ্ট্রপতির আদেশ ক্রমে সিনিয়র সহকারী সচিব এ.কে.এম আনিছূজ্জামান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ পরিপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ দিকে হাটহাজারী পৌরসভা খ শ্রেণী হতে “ক” শ্রেণীতে উন্নীত হওয়ায় হাটহাজারী পৌরবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে বর্তমান পৌর প্রশাসক আকতার উননেছা শিউলী সবার সহযোগিতা কামনা করেন।