পেকুয়া বৌদ্ধ সুরক্ষা পরিষদের কর্মী সমাবেশ

বার্তা পরিবেশকঃ

এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িক চেতনার গণবিস্ফোরণ থেকেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। আমরা সবাই এই স্বাধীন রাষ্ট্রের নাগরিক। আমাদের পরিচয় ধর্মের নয়, নাগরিকের। যারা সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর বিভাজন টেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একইসাথে নিজেদের মধ্যে বিদ্যমান দুরত্ব ঘুছিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। কারণ সকল প্রকার নাগরিক অধিকার নিয়ে মাথা উচু করে বাঁচতে হলে সামাজিক ঐক্যের বিকল্প নেই। আপনারা কখনো দেশ ত্যাগ করার চিন্তা করবেননা। মহান মুক্তিযুদ্ধে অর্জিত এই দেশ আমাদের সবার। কিছু খারাপ মানুষের জন্য হতাশ হওয়ার কোন কারণ নেই। এদেশে সাম্প্রদায়িক এবং বিভেদকারী মানুষের সংখ্যা বেশি নয়। তারা সংখ্যায় খুব কম। মূলত তারাই সংখ্যালঘু। আমরা সংখ্যালঘু নই।

কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি এবং রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।

২১ এপ্রিল, শনিবার পেকুয়া বারবাকিয়া রাখাইন বৌদ্ধ বিহার চত্বরে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ পেকুয়া উপজেলা শাখার সভাপতি মংসাইরি রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অমরবিন্দু বড়–য়া অমল।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শিক্ষক অং ক্যচিং রাখাইন, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক কেতন বড়–য়া, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক মিলন বড়–য়া, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক রাহুল বড়–য়া (চকরিয়া), কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ছিংজো রাখাইন (পেকুয়া), কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক রূপন বড়–য়া (উখিয়া), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু বড়–য়া (সদর), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পটল বড়–য়া (চকরিয়া), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মংসাই রাখাইন (পেকুয়া), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশীষ বড়–য়া (মহেশখালী), কার্যনির্বাহী সদস্য এমইউপি রিটন বড়–য়া, চকরিয়া শাখার সভাপতি শিক্ষক প্রিয়দা বড়–য়া, সাধারণ সম্পাদক শিক্ষক সুজিত বড়–য়া, মহিলা বিষয়ক সম্পাদক ওয়াংচিং রাখাইন প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অং থেচিং রাখাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি আলহারি রাখাইন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে সংবর্ধিত করা হয়।