প্রেস বিজ্ঞপ্তি :

বিশ্বের দীর্ঘতম ও আকর্শনীয় সমুদ্র সৈকত হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতকে দূষণ মুক্ত রাখতে বাংলাদেশ টুরিস্ট পুলিশের সাথে অঙ্গিকার করেন দক্ষিণ চট্রলার অন্যতম মানব সম্পদ উন্নয়ন কারি সংগঠন কক্সবাজার হিউম্যানন রিসোর্স ডেভল্যেফম্যান্ট ফাউন্ডেশন (সিএইসআরডিএফ)

গত শুক্রবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে (সিএইসআরডিএফ) ও বাংলাদেশ টুরিস্ট পুলিশের যৌত সমন্বয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পুলিশ সুপার জিল্লুর রহমান সকল কে সৈকত দূষণমুক্ত রাখার শপথ বাক্য পাঠ করান।

সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলী পয়েন্ট পর্যন্ত বিশাল এলাকা জুড়ে সচেতনতামূলক র‌্যালীর মাধ্যমে সৈকতের আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি আমাদের গর্বের কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য এ অভিযান অভ্যাহত রাখবে বলে জানিয়েছেন সংগঠণটির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মুহি।

উক্ত অভিযান র‌্যালীতে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, সহকারি পুলিশ সুপার ফজলে রাব্বি, সংগঠনটির প্রধান উপদেষ্টা ইক্তিয়ার উদ্দিন বায়জিদ সহ ৫ শতাধিক সদস্য ও অর্ধ শতাধিক ট্যুরিস্ট পুলিশের সদস্যবৃন্দ।