আবদুর রাজ্জাক:
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩’হাজার ইয়াবাসহ মোঃ আবুল বাসার ড্রাইভার (৪২), মোঃ বাকির হোসেন(৩৬) ও মোঃ সোহেল হোসেন (৩০) নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যা থেকে শনিবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকারের নেতৃত্বে পুলিশের পৃথক টিম শহরের বিভিন্ন স্হানে বিশেষ অভিযান পরিচালনা ৩’ হাজার ইয়াবাসহ উক্ত মাদক ব্যাবসায়ীদের আটক করে।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,মোঃ আবুল বাসার ড্রাইভার (৪২), পিতা- মোঃ আঃ জলিল, মাতা- মোছাঃ খতিজা বেগম, সাং- উত্তর কাজলা পাড়, পোঃ ফরিদাবাদ, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা, বর্তমানে- জসিম উদ্দিনের বাড়ী, আহম্মদ আলী লেন, ধলপুর, পোঃ ফরিদাবাদ, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা,মোঃ বাকির হোসেন(৩৬), পিতা- মোঃ আঃ মান্নান প্রঃ মনু, মাতা- জৈবুন্নেছা, সাং- দক্ষিন বিরামপুর, মাধবদী পৌরসভা, থানা- নরসিংদী, জেলা- নরসিংদী ও মোঃ সোহেল হোসেন (৩০), পিতা- ওয়াজ উদ্দিন, মাতা- তাজলিমা বেগম, সাং- চরশূণ্য ঘোষ, রাজগঞ্জ ইউপি, থানা ও জেলা- শরিয়তপুর, বর্তমানে- কাজী সাহেবের ভাড়া বাড়ী, সন্টটেক, ফাতেমা পেট্রাল পাম্প, কাজলা, থানা – যাত্রাবাড়ী, জেলা- ঢাকা।
আটককৃতদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার বলেন,মাদক ব্যবসায়ী , চোরাচালানী,সন্ত্রাসী,ছিনতাইকারী ও  পরোয়ানাভূক্ত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।