হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

ফুটবল খেলা দেখতে গিয়ে ফেরার পথে হামলায় ৫ জন সমর্থক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ১৯ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের সন্নিকটে ঘটেছে এ ঘটনা। হামলাকারীরা ২টি মোটর সাইকেলও ছিনিয়ে নিয়েছে।
হামলায় আহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া গ্রামের নুর আহমদের পুত্র রশিদ আহমদ (২৮), কবির আহমদের পুত্র আজিজুর রহমান (২৫), আবদুস সালামের পুত্র আবদুস শুকুর (৩০), মোঃ জাহেদ (১৭), জাফর আহমদের পুত্র ইমাম হোসেন (২৮)। আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান আহতদের খোঁজ-খবর নিতে দ্রæত হাসপাতালে ছুটে যান।
হামলায় আহতরা জানান, হ্নীলার ওয়াব্রাং খেলার মাঠে ১৯ এপ্রিল ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলায় বড় হাবিবপাড়া তরুণ প্রবাহ ফুটবল একাদশ জয়লাভ করে। পরাজিত হয় নাজিরপাড়া শেখ জামাল ফুটবল একাদশ। খেলা শেষে ফেরার পথে হ্নীলা স্টেশনের কাছাকাছি স্থানে হঠাৎ কাদা পানি ছুড়ে হামলা চালায়। আহত ৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এসময় হামলাকারীরা বড় হাবিবপাড়া গ্রামের মৃত হোছন আহমদের পুত্র নুরুল আমিন এবং বশির আহমদের পুত্র আবদুর রাজ্জাকের ২টি মোটর সাইকেলও ছিনিয়ে নিয়ে যায়। আহতদের সকলেই বিজয়ী দলের সমর্থক।