সিবিএন:
কক্সবাজার শহরে পৃথক অভিযানে ২৮০০ ইয়াবাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১ টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে ১৮০০ ইয়াবাসহ খাইরুল বশর (২৭) নামের একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
সে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালী এলাকার লোকমান হোসেনের ছেলে।
আটক মাদক পাচারকারীকে জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচাররের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয় এর পরিদর্শক আবদুল মালেক তালুকদার বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে অরেক পৃথক অভিযানে বেলা ১ টার দিকে শহরের লাল দীঘিরপাড় এলাকায় অবস্থিত নিউ ঢাকা হোটেল অভিযান চালিয়ে হোটেলের ৩০৮ নং কক্ষ হতে নূর জাহান বেগম (৩৬) ও হাছিনা (৩৩) নামের দুই মহিলাকে ১০০০ ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নূর জাহান বেগম হ্নীলা মোচনী পাড়ার জাফর আলমের স্ত্রী। হাছিনা হ্নীলা মোচনী পাড়ার জাকির আহম্মদ এর স্ত্রী।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে। মাদকের বিস্তৃতি বাড়ছে উদ্বেজনক হারে। সরকার মাদককে শুণ্যের কোঠায় নিয়ে আসতে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য স্ট্রাইকিংফোর্স গঠন করা হয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে আমরা শতভাগ নিরলস কাজ করছি। এ জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা দরকার।