তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদুয়ান

তুরস্ক সংবাদদাতা:
তুরস্কে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আগামী ২৪ জুন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে হওয়ার কথা ছিল এই নির্বাচন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০২ সাল থেকে ক্ষমতায় আছেন এরদোয়ান। তার জাতীয়তাবাদী মিত্ররাই আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন।

বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেছেন, পূর্বের সমস্যা কাটিয়ে উঠতে নতুন নির্বাচন প্রয়োজন তুরস্কের। তিনি বলেন, ‘সিরিয়া সহ অন্যান্য পরিস্থিতির কারণে নতুন প্রশাসন গড়ে তোলা জরুরি হয়েছে। এতে করে আমাদের দেশের ভবিষ্যত আরও শক্তিশালী হবে।’

এরদোয়ান জানান, জাতীয়তাবাদী এমএইচপি দলের প্রধান ডেভলেট বাচেইয়ের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামনের নির্বাচনে এরদোয়ানের একে পার্টির সঙ্গে জোট সরকার গঠন করার কথা রয়েছে এমএইচপির।