সিবিএন:

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে দুই যুবককে ৮ বছর কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর পৌনে একটার দিকে জেলা দায়রা জজ (প্রথম) এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শেখ আবছার কামাল ও একই ইউনিয়নের আলীখালী এলাকার ইসলাম মিয়ার ছেলে মোঃ রশিদ।

আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১ জুন ৯ হাজার ৯শ‘ ২০ পিস ইয়াবা, ৩লাখ ৯০ হাজার নগদ অর্থ ও পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলার বিচার শেষে আজ এই রায় দিয়েছে আদালত।

জেলা দায়রা জজ (প্রথম) কক্সবাজারের সহকারী পিপি এডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, ইয়াবা দমনে এ রায় অনেক ভুমিকা রাখবে। দীর্ঘ বিচার শেষে আদালত এ রায় দিয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।