আমান উল্লাহ কবির, টেকনাফ:

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে।

মঙ্গলবার দিবাগত রাত ৮ টারদিকে টেকনাফ পৌরসভার নাইট্রংপাড়া বাস ও ট্রাক টার্মিনালের সম্মূখে মাদক ব্যবসায়ী ট্রাকযোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের জওয়ানরা উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় নতুন পল্লান পাড়ার আজিমুল্লাহর পুত্র মোঃ ইসমাইল (২৬) আটক করা হয়। পরে উপস্থিত স্থানীয়দের সম্মুখে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার দেখানো ও সনাক্ত মতে একটি ট্রাকে (চট্ট মেট্রো-ট-১১-০৯৬৫) তল্লাশী করে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা মাদক পাচারের দায়ে উক্ত ট্রাকটিকে জব্দ করে। পরে ধৃত ইয়াবা ব্যবসায়ীসহ উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত ট্রাক টেকনাফ থানায় হস্তান্তর করেছে।

এদিকে র‌্যাব সুত্র জানিয়েছে, বর্তমানে দেশের যুব সমাজ দিন দিন অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদক। মাদকাসক্তির ভয়াল থাবায় প্রতিনিয়ত সমাজকে ধ্বংস করছে। মাদকদ্রব্যের টাকা জোগাড়ের জন্য মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এর প্রেক্ষিতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী বিভিন্ন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় র‌্যাব-৭ গত ১ জানুয়ারি ২০১৭ হতে ১৮ এপ্রিল ২০১৮ পর্যন্ত অভিযানে ৪২৫ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ ৫২ টি ম্যাগাজিন এবং ৫ হাজার ৬৭৮ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধার করে। পাশাপাশি ৮০ লক্ষ ৬২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯ হাজার ৬২৬ বোতল ফেন্সিডিল, ২ হাজার ৭৮৮ বোতল বিদেশী মদ ও বিয়ার, ৫ লক্ষ ৯৭ হাজার ৮৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৯২২ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৭ কেজি ৪২৫ গ্রাম আফিম উদ্ধার করেছে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত তথ্য নিশ্চিত করেছেন