মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ইনফরমেশন এডুকেশন ও কমিউনিকেশন (আইইসি) অপরারেশন প্ল্যানের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মংচালু মার্মার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া প্রোডাকশন ম্যানেজার মো. রেজাউল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, ডা. মো. নুুরুচ্ছফা, ডা. নয়ন চন্দ্র দেবনাথ, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদ সদস্য, সচিব, শিক্ষক, হেডম্যান, কারবারী, কাজী, সাংবাদিকগন অংশ গ্রহন করেন।