সিবিএন:
কক্সবাজার শহরে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৯৪২ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি দল।

সোমবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযানে এ পাঁচজনকে আটক করা হয়।

সূত্র জানায়, প্রথমে সন্ধ্যা ৭টায় মেরিন ড্রাইভের দক্ষিণ কলাতলীর দরিয়া নগর থেকে ৪ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত সিরাজুল মোস্তফার ছেলে হবিবুল মোস্তফা (৫০), একই গ্রামের মফিজুল হকের ছেলে মো. রাজু (২৮), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মো. সিদ্দিকের ছেলে খাইরুল বশর (৩৬) এবং কক্সবাজার পৌরসভার বইল্ল্যা পাড়া এলাকার জাদিরাম পাহাড়ের মৃত মো. আবু বক্করের ছেলে মো. আবু তাহের (৩০)।

এরপর রাত সাড়ে ৮টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৯৮৭ ইয়াবাসহ আটক করা হয় মো. আনোয়ার পাশা (২৮) নামে আরেকজনকে। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহিদ নগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।