অজিত কুমার দাশ হিমু:
কক্সবাজার সদর মডেল থানার চৌকষ পুলিশ অফিসার এসআই আতিকুর রহমান মজুমদার পেল জেলার অস্ত্র উদ্ধারকারীর শ্রেষ্ঠত্বের পুরস্কার।

সোমবার (১৬ এপ্রিল) জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা তুলে দেন পুলিশ সুপার ডক্টর এ.কে.এম ইকবাল হোসেন। ওই সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। তৎ মধ্যে যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন- শ্রেষ্ঠ ওসি হিসাবে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী হিসাবে কক্সবাজার সদর মডেল থানার এসআই আতিকুর রহমান মজুমদার, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে কক্সবাজার সদর মডেল থানার এসআই মোবারক হোসেন।

জেলা পুলিশের এই কল্যাণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি.এস.বি) হুমায়ন রশিদ, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল বনিক, ওসি ডিবি মনিরুল ইসলাম, ডি.আই.ও ওয়ান প্রভাষ চন্দ্র ধরসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই আতিকুর রহমান মজুমদার পুলিশ সুপারসহ থানার সহকর্মীদের কৃতজ্ঞতা জানান এবং অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।