প্রেস বিজ্ঞপ্তি
রামুতে অনুষ্ঠিত হলো কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, রামু লেখক ফোরামের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর স্মরণ সভা ও দু’আ মাহফিল।
শনিবার (১৪ এপ্রিল) বিকাল ৫ টায় ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ এবং রামু লেখক ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভা ও দু’আ মাহফিলে বক্তারা বলেছেন, মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. ছিলেন বহুমুখী প্রতিভাধর একজন বিজ্ঞ আলেমেদ্বীন, চৌকস ইসলামী রাজনীতিবিদ, একনিষ্ঠ সমাজহিতৈষী, ইসলামী শিক্ষাবিস্তারে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, তাত্ত্বিক লেখক, সুসাহিত্যিক ও বিশিষ্ট গবেষক। কুরআন-সুন্নাহর আলোয় আদর্শ সমাজ বিনির্মাণ আন্দোলনে তিনি ছিলেন সাহসী বীর সেনানী।
মসজিদ -মাদ্রাসা, দ্বীনি সংগঠন প্রতিষ্ঠা ও বিকশিত করার মহান খেদমতে তিনি আমৃত্যু একনিষ্ঠতার সাথে যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি সেই কীর্তিগাঁথায় অমর হয়ে থাকবেন।
মরহুমের স্মৃতিবিজড়িত রামু বাইপাস দারুসসালাম কমপ্লেক্সে আয়োজিত এ সভায় বক্তারা বলেন,মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর ঈমানী চেতনা, সাহস,কর্মদক্ষতা,আদর্শিক গুণাবলী আমাদের প্রেরণার উৎস। আজ তাঁর মতো বহু গুণাবলী সম্পন্ন আলেমেদ্বীন, সাহসী কলম সৈনিক, মর্দে মুজাহিদকে হারিয়ে ইসলাম অনুরাগী মহল গভীর শোকাহত।
মাহফিলে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন,ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উপদেষ্টা, রামু বাইপাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আব্দুল হক। তিনি মরহুমের দরজাত বুলন্দি ও মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় এ আয়োজনে প্রথম অধিবশনে সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা এড. হোছাইন আহমদ আনছারী। এতে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ।
সভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, রামু ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল খালেক কৌছর, রামু রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রামু প্রবাসী কল্যাণ সংস্থা( মক্কা) রামু শাখার সাধারণ সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, মরহুমের বড় ছেলে মুহাম্মদ আব্দুল আজিিজ, রাজারকুল জামালুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দীন, রামু রামু লেখক ফোরামের সভাপতি এম. আতাউর রহমান, তরুণ লেখক হাফেজ সাইফুল ইসলাম,রামু বাইপাস স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোখলেসুর রহমান, তরুণ আলেমেদ্বীন মাওলানা হাফেজ আবুল ফয়েজ, রাজারকুলের মাওলানা জামাল উদ্দীন নছারী, মরহুমের গড়া দ্বীনি শিক্ষাকেন্দ্র রাজারকুল আসমা ছিদ্দিকা র. মাদ্রাসার প্রতিনিধি মাওলানা জায়নুল আবেদীন, জেলা ইসলামী ছাত্রসমাজ নেতা মুহাম্মদ ইউছুফ মক্কী, মুহাম্মদ দিদারুল আলম, লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সদস্য সাজ্জাদ সরওয়ার প্রমুখ।
সভায় অতিথি হিসেবে অংশগ্রহন করেন, বিশিষ্ট কবি আলহাজ্ব কাজী মোহাম্মদ আলী, চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি কামাল হোছাইন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, মাজহারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হারুন, চৌমুহনী বায়তুন্নুর জামে মসজিদের খতীব মাওলানা হেফাজতুর রহমান, মরহুমের শিক্ষক মাওলানা নুর হোসাইন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, রামু হোছাইনিয়া দারুচ্ছালাম মাদ্রাসার পরিচালক মাওলানা কারী শামসুল আলম, মানবাধিকার কাউন্সিল রামু শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, তেচ্ছিপুল মাদ্রাসা আলী ইবনে তালিব র. এর পরিচালক মাওলানা হাফেজ মুনিরুল হক, লম্বরী পাড়া খালেদ বিন ওয়ালিদ র. জামে মসজিদের উপদেষ্টা নুরুল আমিন, চাকমারকুল ইসলামী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, তরুণ সমাজ হিতৈষী মাওলানা আবু বকর ছিদ্দিক, এইচএম সাজেদ উল্লাহ আনছারী, তরুণ লেখক খলীলুল্লাহ ফুরকান আমেল, মাওলানা মুহাম্মদ সাঈদ হোছাইন, ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল করিম প্রমুখ।
এছাড়াও সভায় মরহুমের অনুরাগী, শুভানুধ্যায়ী, বন্ধু ও আপনজনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।