বলরাম দাশ অনুপম, কক্সবাজার :

পাহাড় কাটার বিরুদ্ধে কক্সবাজার সদরে পৃথক অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের লাইট হাউজ, সদরের ছনখোলা ও খুরুশকুলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এক মহিলাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২ জনকে অর্থদন্ড এবং ৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়। এদের মধ্যে ছনখোলা খুরুশকুলে পাহাড় কাটার দায়ে মোছাম্মৎ রাশেদাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, নাজমুল আহসানকে ৫০ হাজার টাকা ও মোঃ আজিজকে ৫’শ টাকা অর্থদন্ড করা হয়। তাছাড়া একই অপরাধে মোঃ গিয়াস উদ্দিন, সোলতান আহম্মদ ও আমির হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়। ঘটনাস্থল হতে ১টি মোটর সাইকেল, ২০টি টিন, ১৭টি লোহা, ১টি টিনের দরজা, ৬টি প্লাষ্টিক পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ও কাগজপত্র জব্দ করা হয়। তাছাড়া শহরের লাইট হাউজে কউক-এর সরকারি আদেশ অমান্য করে পাহাড় কেটে বাড়ি নির্মাণের দায়ে মমতাজ বেগমকে নির্মাণকৃত বাড়ি আগামী ১৫ দিনের মধ্যে নিজ উদ্যোগে অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শেখ ছাদেকের নেতৃত্বে এই অভিযান পরিচারিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকউিটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল আশ্রাব।