ডেস্ক রিপোর্ট : নিরস্ত্র রোহিঙ্গাদের হত্যার দায়ে মিয়ানমারের সাত সৈনিককে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনী এক বিবৃতিতে এই দণ্ডের কথা জানানেসা হয়। খবর- রয়টার্সের।

গত সেপ্টেম্বরে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার দায়ে দণ্ড হল এই সেনাদের।

সামরিক আদালতে দণ্ডিত এই সৈন্যদের ১০ বছর কারাগারে থাকার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে কঠোর শ্রমের কাজেও নিযুক্ত থাকতে হবে বলে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পাতায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

গত ১৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের রাজধানী সিতভি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে উপকূলীয় গ্রাম ইন দিনে গণকবরে ১০ জন রোহিঙ্গার মৃতদেহ পাওয়া যায়।

তারা যে গণহত্যার শিকার হয়েছিলেন, তা তুলে আনেন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়ে। রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পরে তাদের গ্রেপ্তার করা হয়, এখনও তারা বন্দি রয়েছেন।

গত বছরের ২৪ অগাস্ট রাতে একযোগে মিয়ানমার পুলিশের ৩০টি তল্লাশি চৌকি ও একটি সেনা ক্যাম্পে হামলার পর ব্যাপক অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের মুখে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা।

রয়টার্সের অনুসন্ধানে হত্যার চিত্র বেরিয়ে আসার পর সেনাবাহিনী বলে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ১০ জনকে হত্যা করেছে বলে তদন্তে উঠে এসেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।