ঢাবি প্রতিনিধি: গতকাল রাতে শাহবাগ মোড়ে সরকারী চাকরীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের জের ধরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বংশাল থানার পাশে জনসন রোড়ের মোড়ে অবস্থান নিয়েছে।তারা জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ টি বাস অবরোধ করে রাখে।এ সময় অন্যান্য যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাক আটকে পড়ে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবুল হোসাইন জানান,”আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এবার বিজয়ের মালা গলায় পরে বাড়ি ফিরব ইনশাল্লাহ”। মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী সোহাগ মাহমুদ জানান, “আমরা পুরো মিরপুর অচল করে দিয়েছি।আমাদের আন্দোলন আমরা বৃথা যেতে দেব না”।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাতীয় ছাত্রসমাজের ঢাবি শাখার সভাপতি আবদুর রহমান রোহান জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, যৌক্তিক দাবি আদায়ের ইতিহাস।তাই কোটা সংস্কার আন্দোলন আমরা রাজপথে আছি”।শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস – পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে আসে। কেন্দ্রীয় লাইব্রেরী এবং শাহবাগের কেন্দ্রীয় লাইব্রেরী,বিভিন্ন হলের রেডিং রুম ফাঁকা দেখা যায়। এ দিকে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে।শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে এবং আরেকটি অংশ সরকারকে সময় দেয়ার পক্ষে। যারা আন্দোলনের পক্ষে তারা টিএসসির রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে।