আব্দুল আলীম নোবলে :

কক্সবাজারে জীবন বাঁচাতে বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করেছে সিআইপিআরবি নামে বেসরকারী সংস্থা। ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণে মূলত শিশুদের বাটার ফ্লাই সাঁতার শিখানো হচ্ছে। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য জীবন বাঁচার প্রয়োজনে ২৫মিটার দূরত্ব যেন সাবলীলভাবে যে কোন শিশু সাঁতারাতে পারে। পাশাপশি ডুবন্ত মানুষকে কিভাবে উদ্ধার করতে হয় তার মৌলিক কলা-কৌশলও শিখিয়ে দেওয়া হচ্ছে। তা ছাড়া দীর্ঘক্ষণ সাঁতার না কেটে কিভাবে জলে ভেসে থাকা যায় তাও শিখানো হচ্ছে। যাতে কোন শিশু পানি পড়ে দূর্ঘটানায় পতিত হলে উদ্ধাকারী দল না পৌছা পর্যন্ত যেন শিশু তার জীবন রক্ষা করতে পারে। কক্সবাজার শহরের কবিতা সত্তর সড়কস্থ বাহারছড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে কৃত্রিম সুইমিং পুল তৈরি করে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ(আইপিআরবি)’র সুপারভাইজার মাহফুজ আলী জানান, রয়েল ন্যাশনাল লাইফ বোর্ড ইনস্টিটিউশন(আর এন এল আই), ইউকের সহযোগিতায়, জীবনের জন্য সাঁতার এই শ্লোগানকে ধারণ করে সম্পূর্ণ বিনামুল্যে শিশুদের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০১৬সালের অক্টোবর মাসে শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ যাত্রা শুরু করে বেসরকারী সংস্থা সিআইপি আর বি। এই সংস্থার আওতায় ১৭ সাল পর্যন্ত ৯শ, জন শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলিত বছরে আরো ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন ১২টি ব্যাচে সাঁতার ক্লাস শুরু হয় সকলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভাগ করে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া পনি বিষয় নিরপত্তা সম্পর্কে স্কুল পুড়া ৩৫ হাজার শিশুদের সচেতন করা হয়েছে। সিআইপিআরবি নামে এই সংস্থার কক্সবাজারে ২৫জনের একটি লাইফ গার্ড টিম রয়েছে রয়েছে। তারা এই পর্যন্ত ১৫৯ জনকে সমুদ্র সৈকত থেকে উদ্ধার করেছে। সুইমিং পুলে কথা সাঁতার প্রশিক্ষণরত ছাত্র বিক্রম আদিত্য ও তার মা ডাক্তার মাধুরী রায়য়ের সাথে সাঁতার শিখতে পেরে উচ্ছসিত শিশু বিক্রম আদিত্য আর মা দাবী করেন এই প্রশিক্ষণ খুবই নিরাপদ ও উযপোগী, জেলা প্রশাসন ও পৌরসভার এই রকম একটা নিয়মিত থাকা দরকার। যেন শহরের শিশুরা নিরাপদে সাঁতার শিখতে পরে।