নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে কক্সবাজার সদর থানার একদল পুলিশ পর্যটন এলাকার সাংস্কৃতিক কেন্দ্রের সামনের রাস্তায় অভিযান চালিয়ে এসব দূর্বৃত্তকে আটক করে। আটককৃতরা পর্যটকদের ছিনতাই করার উদ্দেশ্যে ওইস্থানে জড়ো হয়েছিল। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি, ২ টি রাবার কার্তুজ, ১টি লম্বা লোহার পাত ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

আটক ছিনতাইকারীরা হল- কক্সবাজার শহরতলীর নতুন জেল গেইট সংলগ্ন বাদশাঘোনার নুরুল আলমের ছেলে আবুল কাশেম, কুমিল্লা জেলার দাউদকান্দি চরমটুয়া এলাকার বেলাল হোসেনের ছেলে সোহেল, মহেশখালীর তিতা মাঝির পাড়ার নুরুল ইসলাম বাদশার ছেলে আবু তাহের, কক্সবাজার সদরের খুরুশকুল রাস্তার মাথার এলাকার আবুল বশরের ছেলে খাইরুল আমিন ওরফে মুন্ন হাসান এবং শহরের সমিতি পাড়ার কাশেম আলীর ছেলে নবীর হোসেন।

এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার।