কামাল শিশির,রামু:
কক্সবাজারের রামুতে আত্মগোপনের আসল কারন জানালেন নিখোঁজের ১৮দিন পর উদ্ধার হওয়া খুলনা জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোড়ল।কে কেউ অপহরণ বা গুম করেনি। ১৫ লাখ টাকা দেনার দায়ে তিনি কক্সবাজারের রামুতে গিয়ে আত্মগোপন করেছিলেন।শুক্রবার বিকেলে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে নজরুল স্বীকারোক্তিতে বলেন, কে কেউ অপহরণ বা গুম করেনি। ১৫ লাখ টাকা দেনার দায়ে তিনি কক্সবাজারের রামুতে গিয়ে আত্মগোপন করেছিলেন।এ বিপুল পরিমান টাকা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতি ও ব্যাংকের কাছে থেকে দেনা করেন।নজরুল জানান, তিনি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মাছের ব্যবসা করেন। সেই ব্যবসা করতে গিয়ে লোকের কাছে প্রায় ১৫ লাখ টাকা দেনা হয়। আবার তিনি নিজে লোকজনের কাছে প্রায় সমপরিমাণ টাকা পান। কিন্তু নিজের পাওনা টাকা আদায় করতে না পারায় দেনার টাকা পরিশোধ করতে পারছিলেন না।এর আগে দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক রওশন আরা রহমানের কাছে নজরুল একইভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।উল্লেখ্য, গত ১৭ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম। স্বামীর নিখোঁজের ঘটনায় ওইদিন রাতে স্ত্রী তানজিলা বেগম ডুমুরিয়া থানায় একটি জিডি করেন। পরের দিন জেলা বিএনপির পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নজরুলকে গুম করা হয়েছে বলে দাবি করা হয়।পরে পুলিশ নজরুলের মোবাইল ফোন ট্র্যাকিং করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর গত ৪ এপ্রিল গভীর রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার সাইফুল ইসলামের বাড়ি থেকে নজরুলকে উদ্ধার করা হয়।এ ব্যাপারে খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন, গত ১৭ মার্চ নজরুল যশোরের কেশবপুর হয়ে ঢাকা যান। পরের দিন ঢাকা থেকে কক্সবাজারের রামুতে যান। সেখানে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ছিলেন। আগে গ্রেফতারের পর খুলনা কারাগারে সাইফুলের সঙ্গে তার পরিচয় হয়েছিল।তিনি বলেন, নজরুল কক্সবাজারে গিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে নতুন মোবাইল ও সিম কার্ড ব্যবহার শুরু করেন। দাড়ি কামিয়ে চেহারায় পরিবর্তন আনেন। একদিন কক্সবাজার পুলিশের সন্দেহ হলে তাকে চার্জ করে। এ সময় নজরুল এলোমেলোভাবে জবাব দেন। পরে পুলিশ খুলনার ডুমুরিয়ায় তার মাদ্রাসা প্রতিষ্ঠানে ফোন করে পরিচয় নিশ্চিত হয়।পুলিশ সুপার জানান, এরপর কক্সবাজার পুলিশের সহায়তায় খুলনা জেলা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে গত বুধবার রাতে রামু থেকে নজরুলকে উদ্ধার করে।