জীবনে চলার পথে অকুতোভয়ে এগিয়ে যেতে হবে :  সৈয়দ রেজাউর রহমান 

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য , বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির সাবেক চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেছেন,জীবনে চলার পথে অকুতোভয়ে এগিয়ে যেতে হবে। না হয় পিছিয়ে পড়তে হবে। কাউকে ভয় পেলে চলবে না।তিনি ১/১১ এর সময় আইনজীবী হিসেবে তার ভূমিকার কথা উল্লেখ করে বলেন,আমি ১/১১ এর সময় আইনজীবী হিসেবে অনেকের পক্ষে আইনী লড়াই করেছি।কখনো কাউকে ভয় পাই নি।
তখন আদালতের বারান্দায় অনেক মেজর – কর্ণেল দেখলেও তাদের ভয় পায় নি। তিনি পার্বত্য চট্টগ্রামের তরুণদেরকে নির্ভয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।তিনি খাগড়াছড়ির উন্নয়নের কথা উল্লেখ করে বলেন,খাগড়াছড়ি এক সময় একটি ইউনিয়ন ছিল। এখন সেই খাগড়াছড়ি জেলায় উন্নীত হয়েছে।খাগড়াছড়ির উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি তাকে আজীন সদস্য করায় তিনি খাগড়াছড়িবাসীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক,টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো : মনির হোসেন বলেন,যারা পার্বত্য চট্টগ্রামকে পিছিয়ে পড়া জনপদ হিসেবে দেখেন, তারাই বিনোদন- ভ্রমণের জন্য পার্বত্য চট্টগ্রামে যান। মানুষ তার শিকড়কে ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে, আমাদের শিকড় পার্বত্য চট্টগ্রাম। অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি যমুনা টেলিভিশনের বার্তা প্রধান ফাহিম আহমেদ বলেন;আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন পার্বত্য চট্টগ্রামের হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী ছিল। অথচ আজ হল ভর্তি শিক্ষার্থী।তিনি আরো বলেন,আমাদের চলনে- বলনে, পোশাকে আরো স্মার্ট হতে হবে, যাতে কেউ বুঝতে না পারে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এ গণমাধ্যম ব্যক্তিত্ব আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে যখনই দ্বন্দ্ব, বিভেদ, হাঙ্গামা হয়,তখন নেগেটিভ সংবাদ গণমাধ্যমে আসে।অথচ পার্বত্য চট্টগ্রামে গর্ব করার মত অনেক কিছু আছে।ঢাকায় যারা আমাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে, তারাই পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যায়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী জজ আরাফাতুল রাকিব সহ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ,ঢাকা এর নবীনবরণ,কৃতিসংবর্ধনা এবং মিলনমেলা-২০১৮ উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে বর্তমান সাধারণ সম্পাদক ইরফানুল হকের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: আলাউদ্দিন,নিজাম, মনজুরুল কিবরিয়া প্রমুখ।বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।