এম.মনছুর আলম:চকরিয়া:

চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার মরফলা শীল পাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার(৬এপ্রিল)বিকাল ২টার দিকে কক্সবাজারের চকরিয়া প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক, দানবীর বাবু রতন কুমার সুশীল ক্ষতিগ্রস্ত পরিবারে এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।সম্প্রতি সাতকানিয়া মরফলা শীল পাড়ায় ৭টি বসতঘরে অগ্নিকান্ড সৃষ্টি হয়ে সম্পূর্ণ বসতঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নিচে বসবাস করার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে চকরিয়া থেকে সাতকানিয়া ছুটে যান সমাজ সেবক বাবু রতন কুমার সুশীল।তিনি অগ্নিকান্ডের পুড়ে যাওয়া বসতঘর স্থানসমূহ পরিদর্শন করে তার ব্যাক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত ৭পরিবারকে প্রথমে ২হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।তিনি পুন:রায় শুক্রবার বিকালে দ্বিতীয় বারের মতো তার নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে মাঝে দু’বান্ডিল করে টিন,একটি কম্বল,একটি ডিনার সেট,লেপ-তোষক,দুটি বালিশ,একটি করে পাটি,শাড়ী,থ্রি পিজসহ নগদ অর্থ প্রদান করেছে।ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন,বাবু রতন কুমার সুশীলের সহধর্মিণী, হিন্দু পুজা উদযাপন পরিষদ নেতা বাবাু সুধাশু বিমলসহ হিন্দু সম্প্রদায়ের নেতা ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।##