মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

বৃহত্তর ঈদগাঁওর মাধ্যমিক বিদ্যালয় সমূহে সুশিক্ষার পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা; ভ্রাতৃত্ববোধ, সৌহাদ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান এবং শিক্ষক-কর্মচারীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর লক্ষকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলাধীন ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নিয়ে মাধ্যমিক শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ঘটল গতকাল ৫ জুন বৃহস্পতিবার। বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রাথমিক কার্যাদি নিষ্পন্নের লক্ষে উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের আলোকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস.এম. তারিকুল হাসান তারেককে আহবায়ক ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নূরুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক মোঃ নুরুল আমিন হেলালী, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস. বিকাশ শর্মা পালন, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল হক। সদস্যরা হলেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ কবির, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম বিটু, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফিদুল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবদুল্লাহ, সাগরমণি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব এবং ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী এম শামশুল আলম প্রমুখ। উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল দুটো’য় একই স্থানে কমিটির পরবর্তী অনুষ্ঠেয় সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।