শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ৬ নং চৌফলদন্ডী ইউনিয়নের চাঞ্চল্যকর কামাল মাঝি হত্যা মামলার প্রধান আসামী আসকর আলী মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।৫ এপ্রিল বিকাল ৫ টার দিকে ঈদগাহ্ হাই স্কুল গেইটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।সে বর্ণিত ইউনিয়নের দক্ষিন পাড়া এলাকার পেঠান আলীর পুত্র বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়,একই ইউনিয়নের মাইজ পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র কামাল উদ্দীনকে ২০১৬ সালে বঙ্গোপসাগরে মাছবাহী ফিশিং বোট থেকে সাগরে ধাক্কা দিয়ে হত্যা করে আসকর আলী।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করে যার নং সিআর ২৬৮/১৬ পরবর্তীতে এসটি ১২০৭/১৭ ।সংশ্লিষ্ট কর্মকর্তা তদন্ত প্রতিবেদন প্রেরনের পর মামলাটি ওয়ারেন্ট হয়।দীর্ঘদিন পর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক লিটনুর রহমান জয় সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানতে চাইলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমদু ভুঁইয়া তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসকর আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।