সিবিএন ডেস্ক :

৩ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স)  মোঃ খায়রুজ্জামান, এসআই দেবব্রত রায়, এসআই মোঃ খালেদ, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই প্রদীপ চন্দ্র, এএসআই দীন মোহাম্মদ এএসআই মোঃ রাশেদ, এএসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার এসআই দেবব্রত রায় সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় ইং- ০৪/০৪/১৮খ্রিঃ রাত্রীকালীন মোবাইল-০১ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল- অত্র থানাধীন কলাতলী- কেন্দ্রীয় বাস টার্মিনাল রোডস্থ বিকাশ বিল্ডিং ও পল্লী বিদ্যুৎ কেন্দ্রর মাঝে রাস্তার দক্ষিণ পাশে ছাদেক মিয়ার টেকের ভিতরে খালি জায়গাতে ডাকাতির প্রস্তুতি গ্রহন করিতেছে মর্মে সংবাদ পাইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায় এবং আসামী ১। মোঃ মহিউদ্দিন প্রঃ মাইন উদ্দিন (২৩), পিতা- মৃত কবির আহাম্মদ, মাতা- ছেনোয়ারা বেগম স্থায়ী : গ্রাম- পেশকার পাড়া কক্সবাজার পৌরসভা, থানা- সদর কক্সবাজার, ২. আব্দুল আজিজ (৩৫), পিতা- আব্দুর রশিদ, মাতা- মৃত ফাতেমা, স্বামী/স্ত্রী- মোসাদ্দেকা লতিফা আক্তার স্থায়ী : (খিল্লা), থানা- টেকনাফ, কক্সবাজার, ৩. আরিফ (১৯), পিতা- আবু তৈয়ব, মাতা- জাহানারা বেগম স্থায়ী : গ্রাম- বৈদ্যরঘোনা (কক্সবাজার পৌরসভা) , থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, ৪. মোঃ রহিম (২৩), পিতা- মোঃ আলম, মাতা- আম্বিয়া খাতুন, স্থায়ী : গ্রাম- পেশকার পাড়া (কক্সবাজার পৌরসভা), থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, ৫. ওমর ফারুক প্রঃ কাজল (১৯), পিতা- আবু শামা, মাতা- ছেনোয়ারা বেগম স্থায়ী : (দঃ বাহারছড়া, কক্সবাজার পৌরসভা), থানা- কক্সবাজার সদর, কক্সবাজার, ৬. সাইফুল ইসলাম প্রঃ সাইদুল ইসলাম (২৬), পিতা- মোজাহের উদ্দিন, মাতা- আছিয়া খাতুন স্থায়ী : (বালুখালী, কাস্টমস, পালংখালী ইউপি), থানা- উঁখিয়া, কক্সবাজার, বর্তমান : (বৈদ্যঘোনা, খাজামঞ্জিল, কক্সবাজার পৌরসভা), থানা- কক্সবাজার সদর, কক্সবাজারদেরকে ক। ০১টি এলজি (আগ্নেয়াস্ত্র), খ। ০১ রাউন্ড কার্তুজ, গ। ০৫টি ছোরা, ঘ। ০৮টি মুখোশ ঙ। ০৩টি লোহার রড পাইয়া আসামীদের গ্রেফতার করেন। উক্ত গ্রেফতারকৃত আসামী, পলাতক এবং অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথকভাবে মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

এছাড়াও আরো গ্রেফতারকৃতরা হলেন ০৭। মোঃ রুবেল (২২), পিতা- জব্বার মাতা- হালিম, সাং- সমিতিপাড়া, ০৮। রাসেল (২০), পিতা- ধলু ফকির, মাতা- শাকেরা, সাং- সমিতিপাড়া, ০৯। ইয়াছিন আরাফাত (২৩), পিতা-সিরাজুল ইসলাম, মাতা- সোনিয়া বেগম, সাং- বড় বাজার, থানা ও জেলা- কক্সবাজার, ১০। জাহাঙ্গীর আলম (৬২), পিতা-মৃত বোল শেখ, সাং- নুরপাড়া, এন্ডারসন রোড, থানা ও জেলা- কক্সবাজার, ১১। জয়নাল আবেদীন (৩০), পিতা-মৃত বজল করিম, সাং- কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ১২। মোঃ রফিক (২৫), পিতা- মফিজুর রহমান, সাং- মহাজের পাড়া, কক্সবাজার পৌরসভা, ১৩। শফি আলম (২২), পিতা- মৃত আনোয়ারা, সাং- আলীর জাহার, কক্সবাজার সদর, ১৪। মোঃ ইউনুছ, পিতা- আঃ হালিম, সাং- মধ্যম বাহারছড়া, থানা ও জেলা- কক্সবাজারকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।