ডেস্ক নিউজ:
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বাসায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তবে তিনি কখন হাসপাতাল ত্যাগ করবেন সে বিষয়ে এখনও নিশ্চিত না জানিয়ে বিএনপি মহাসচিবের ঘনিষ্ঠ সহচর সাইফুল ইসলাম রিংকুর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাগো নিউজ বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পেয়ে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে আসেন। এছাড়াও সুলতান মোহাম্মদ মনসুর, মাহামুদুর রহমান মান্না, বিদেশি একটি দূতাবাসের প্রতিনিধি এসেছিলেন। পাশাপাশি ২০ দলীয় জোট ও দলের বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিবের খোঁজ-খবর নিয়েছেন।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘প্রখ্যাত আইনজ্ঞ ড. কামাল হোসেন মঙ্গলবার রাত সোয়া ১০টায় চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আসেন তিনি আধ ঘণ্টা অসুস্থ মির্জা ফখরুলের পাশে ছিলেন। এ সময় ড. কামাল বিএনপি মহাসচিবের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।’