খালেদ হোসেন টাপু, রামু :

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই অঙ্গিকার বাস্তবায়নে কক্সবাজারে রামুতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করেছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। মঙ্গলবার (৩ এপ্রিল) তিনি উপজেলা পরিষদস্থ নিজ কার্যালয় থেকে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এসব সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করছে। আওয়ামীলীগ সরকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বিদ্যুৎতের আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। সারাদেশকে বিদ্যুতের আলো আলোকিত ঘোষণা। তারই ধারাবাহিকতায় রামু সদরসহ ১১টি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কাজ করে যাচ্ছি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের কাজ করার আহ্বান জানান। এসময় তিনি পূর্ব মোহাম্মদপুরা বাইতুল করিম জামে মসজিদ, আশরাফিয়ামইনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, কাহাতিয়াপাড়া জামে মসজিদ, নুরানী তালিমূল কোরআন মাদ্রাসা ও হেফজখানা, নুরানী তালিমুল কোরআন হাফেজিয়া ও এতিমখানা, ছিদ্দিকীয়া জামে মসজিদ, রাবার বাগান পাহাড়িয়া পাড়া জামে মসজিদ, গর্জনিয়া নুরানী একাডেমী, উল্টাখালী কওমি মাদ্রাসা ও হাফেজখানা, রশিদনগর হরিতলা জামে মসজিদ, ফকিরা বাজার কাপড় পট্টি জামে মসজিদ, নোনাছড়ি মুরাপাড়া জামে মসজিদ, তালিমুল কোরআন নুরানী কেজি একাডেমীর সংশ্লিষ্টদের মাঝে সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করেন।