মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ নাথ পাড়ায় (নতুন তিতার পাড়) অষ্টপ্রহর ব্যাপী ১০ তম সার্বজনীন মহতী ধর্ম সভা ও তারকব্রক্ষ মহানামাযজ্ঞের(মহোৎসব)আয়োজন করা হয়।
৩০ মার্চ রাতে গর্জনিয়া-কচ্ছপিয়া দক্ষিণ নাথ পাড়া শ্রী প্রভুপাদ হর গোবিন্দ গোস্বামীর স্মৃতি স্মরণে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রঙ্গণে শুরু হওয়া এ উৎসব ১ এপ্রিল (রবিবার) ভোর সকালে সম্পন্ন হয়। নাথ পাড়া সর্বজনীন সনাতনী মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জনের সভাপতিত্বে ও সাধারণ সম্প্দক ডাঃ নেপাল চন্দ্র নাথের সঞ্চালনায় মহতী ধর্মসভায় প্রধান বক্তা ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অজিত দাশ।
বিশেষ বক্তা ছিলেন- মিলন শর্মা, রনতোষ দত্ত, সুনীল দেব নাথ, বিনত মল্লিক। বক্তারা বলেন শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীূতন। ইহাই সনাতন ধর্মের সারবস্তু। তাই দ্বিধা-শংশয়- সংঘাত ভুলে ধর্মীয় চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার অহ্বান জানান।
এতে প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।
বিশেষ অতিথি ছিলেন হিন্দু মহাজোট রামু উপজেলা সভাপতি সুজন চক্রবতী, লিটন দত্ত, বাবুল শর্মা, মাষ্টার সবুজ কান্তি শর্মা, ছাত্রলীগ নেতা লভা কর্মকার্র,প্রমুখ। শ্রী শ্রী নামসুধা বিতরণে শ্রী অনন্ত কৃষ্ণ সম্প্রদায়, শ্রী জয় রাখাল সম্প্রদায় পটুয়া খালী শ্রী শ্রী হরগৌবিন্দ সম্প্রদায় গর্জনিয়া শ্রী শ্রী সচ্ছিদান্দ সম্প্রদায় কুতুবদিয়া। উক্ত মহতী ধর্ম সভা ও তারকব্রক্ষ মহানাযজ্ঞ উৎসবে নাইক্ষ্যংছড়ি,গর্জনিয়া-কচ্ছপিয়া ও কাউয়ার খোপ এলাকার অসংখ্য সনাতনী ধর্মাবলী ও বক্তরা উপস্থিত ছিলেন।