cbn  

প্রেস বিজ্ঞপ্তি:

মহেশখালীতে আগামী কাল ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম। সমগ্র মহেশখালীজুড়ে ক্ষুদে ডাক্তারগণ শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। পুরু সপ্তাহ ধরে চলবে এই কার্যক্রম। মহেশখালী হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন জানান -এ সময় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাগুলোতে ৫ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত সকল শিশুকে এক ডোজ করে কৃমি নাশক ঔষধ খাওনো হবে।

মহেশখালী হাসপাতাল থেকে সরবরাহ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় -একই বয়সী পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় হতে ঝরে পড়া সকল শিশুকে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে ঔষধ সেবনের আওতায় আনা হবে। কৃমি নাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক বৃদ্ধি ও মানসিক উন্নতিতে সহায়ক হিসেবে কাজ করবে বলে জানানো হয়। এদিকে এই কার্যক্রম সফল করতে মহেশখালীতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানাগেছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •