শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিক পরিবহনে মলম পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুঁইয়েছে এক ব্যবসায়ী। ৩০ মার্চ সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। খপ্পরের শিকার ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। আহত ব্যবসায়ী রমজান আলী (২৬) জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার মৃত কবির আহমদের পুত্র বলে জানা গেছে। তার ভাই মতিউর রহমান মতি জানান, রমজান আলী গতকাল বিকাল ১টার দিকে আমিরাবাদ কলাউজান এলাকার তার বড় বোনের কাছ থেকে ব্যবসার জন্য ৯০ হাজার টাকা ধার নিয়ে আমিরাবাদ স্টেশন থেকে একটি ইউনিক পরিবহনে করে ঈদগাঁওর দিকে আসছিল। এসময় অজ্ঞাতনামা ৩/৪ জনের সংঘবদ্ধ মলম পাটি চক্র তার নাকে, মুখে ও কানের বিভিন্ন স্থানে বিষাক্ত ক্যামিকেল দিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে তাকে গাড়ীর পিছনে ফেলে রাখে। তিনি আরো জানান, দুপুর ২টার দিকে সে তার স্ত্রীকে মুঠোফোনে চকরিয়া পর্যন্ত পৌছেছে বলে জানায়। এরপর মোবাইলটি বন্ধ থাকায় আর যোগাযোগ হয়নি। পরে সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাসস্টেশনে পৌছলে বাসের চালক ও হেলপাররা তাকে মুমুর্ষ অবস্থায় দেখতে পেয়ে তার মোবাইল অন করে পরিচিত এক বন্ধুকে কল করে বিষয়টি অবহিত করে পরে সে বাসায় খবর দিলে তার স্বজনরা টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রাত ৩টা পর্যন্ত তার কোন জ্ঞান ফিরেনি বলে জানায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত ব্যবসায়ীকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।