প্রেস বিজ্ঞপ্তি :  কক্সবাজার সদর উপজেলার স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি ও সমাজসেবক হাজী আবদুস শুক্কুর সওদাগর শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে নিজ জায়গায় বিগত ২০০১ সালের দিকে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে উক্ত মাদরাসাটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠাকাল থেকে মাদরাসাটি শতভাগ সফলতা অর্জন করে আসিতেছে। উক্ত প্রতিষ্ঠাতা পরিচালক উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে ভবিষ্যত চিন্তা করে মাদরাসাটি নিজ অর্থায়নে বড় করে নির্মাণের জন্য গতকাল ২৯ মার্চ বাদে জুহুর ৩ তলা ভবনের ভিত্তি স্থাপন করেন। ভিত্তি স্থাপনের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মৌলানা মোসলেম উদ্দীন পি.এম.খালী আরো উপস্থিত ছিলেন মৌলানা খাইরুল বশর সিরাজী, বাইস প্রেন্সিপ্যাল ছুরতিয়া ফাজিল মাদরাসা মৌলানা নুর আহমদ, সুপার পি.এম.খালী আদর্শ দাখিল মাদরাসা, নুর আলম হেলালী খতীব বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বজল আহমদ কোং, মোঃ শরিফ কোং, এড. ফিরোজ আলম, মনজুর আলম, মোস্তাক আহমদ, সমাজ প্রতিনিধি মোক্তার আহমদ, প্রধান শিক্ষক মৌলানা আবু বকর ছিদ্দিক, সহকারী প্রধান মৌলভী মোক্তার আহমদ, সহ শিক্ষক আবদুছ ছালাম, মৌলানা হাবিব উল্লাহ, মৌলানা আবুল কালামসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মহান আল্লাহ দরবারে উক্ত মাদরাসার প্রতিষ্ঠাতা হাজী আবদুস শুক্কুর সওদাগরের দীর্ঘায়ূ ও মাদরাসাটির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।